চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ April 19th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1137 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক আবদুল মতিনকে লক্ষ্মীপুরে রামগতির চর আফজাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প। সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ টি ভূয়া প্যাড ও দ্ইুটি সীল, ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোট ও ৫১ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল মতিন চরআফজাল এলাকার মৃত আবদুর রবের ছেলে।
সোমবার দুপুরে র্যাব-১১ এর লক্ষ্মীপুর কোম্পানীর কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে আবদুল মতিন নিজেকে প্রধানমন্ত্রীর পিএস ও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান পরিচয় দিয়ে প্রতারন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রামগতির চরআফজাল এলাকায় আবদুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ টি ভূয়া প্যাড ও দ্ইুটি সীল, ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোট ও ৫১ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে নিজেকে বিভিন্ন নামে ভূয়া আইডি কার্ড তৈরি করে পরিচয় দিতে। সে একজন পেশাদার প্রতারক এবং জালটাকা ও মাদক ব্যবাসার সাথে জড়িত বলে দাবী করেন র্যাবের এ কর্মকর্তা। এর আগেও একই প্রতারনার অভিযোগে সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
Leave a Reply