চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ April 19th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1387 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা-বাংলাদেশে কোন লোক না খেয়ে থাকবে না। তারই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২১ সোমবার লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন জায়গায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন। আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগ ১ম যুগ্ম আহ্বায়ক ইউছুপ পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমূখ।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, মহামারী করোনায় রমজানে লকডাউন যতদিন চলবে, ইফতার বিতরণও ততোদিন অব্যাহত থাকবে। উল্লেখ্য করোনার প্রথম ঢেউতেও মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে উল্লেখযোগ্য পরিমানে লক্ষ্মীপুর পৌর এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
Leave a Reply