চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ April 18th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 1156 বার
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কের রমজানবিবি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতরাতে এই অগ্নিকান্ড ঘটে।
বাজারের একটি বেকারী থেকে বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্র পাত হয়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ও চৌমুহনীর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে মোহাম্মদ আলী, জাকির হোসেন, আবুল কালাম আজাদ ও মোস্তফার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ইনচার্জ জহির উদ্দিন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি আমরা। তদন্ত করে বিস্তারিত ক্ষয়ক্ষতি বলা যাবে।
Leave a Reply