চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ April 17th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 708 বার
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ চলমান লকডাউন থাকার পরও স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছে মানুষ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো গত ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২১৫ জন।
এ ছাড়াও সদর উপজেলার মান্দারী, ভবাণীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, দিঘলী, শান্তির হাট, পুরাতন তেওয়ারীগঞ্জ, ভবের হাট, চৌরাস্তাসহ বিভিন্ন গ্রামে হাট বাজারে এখনো অবাধে চলাফেরা করছে মানুষ এমন অভিযোগ পাওয়া গেছে। শহরের পাশাপাশি গ্রাম-গঞ্জে অভিযান চালানোর অনুরোধ জানিয়েছে স্থানীয়রা।
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে লকডাউন কার্যকর করতে প্রতিদিন শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ন স্থান সমূহে পুলিশ টহলে রয়েছে। প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হচ্ছে তাদেরকে পুলিশ ফিরিয়ে দিচ্ছে।
আক্রান্তদের মধ্যে বেশীর ভাগ লক্ষ্মীপুর সদর উপজেলার। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ২৬৩৪ জন, সুস্থ ২৩৭৮ জন গত ২৪ ঘন্টায় রামগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় নতুন ২১৫ জন করোনা রোগী বেড়েছে। ১৭ দিনে ১০১১ জনের নমুনা পরীক্ষা করে এই ২১২ জন করোনা শনাক্ত করা হয়েছে। এ দিকে জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ার পরও মানুষের মাঝে চরম উদাসীনতা দেখা গেছে।
জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, নতুন করে গত ১৭ দিনে ২১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের থাকার থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
Leave a Reply