চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ April 15th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 692 বার
নিজস্ব প্রতিবেদক:
কৃষি জমির মাটি কেটে ট্রাক্টর ও ভারী যানবাহন ব্যবহার করে গ্রামীণ রাস্তা বিনষ্ট করার অপরাধে লক্ষ্মীপুর সদর উপজেলায় তিনটি ট্রাক্টর আটক করা হয়েছে। উপজেলার চররুহিতা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ওই ট্রাক্টরগুলো আটক করা হয়।
তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ এই অভিযানে নেতৃত্ব দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ জানান, কৃষি জমির মাটি কেটে ভাটায় ব্যবহার ও ট্রাক্টর দিয়ে গ্রামীণ রাস্তা ক্ষতি সাধন করার ঘটনায় ৩ টি ট্রাক্টর কে আটক করা হয়।
পরে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫ ও ১৫ ধারায় অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply