বিজয়ের আলো ডেস্ক:
করোনার কারণে লক্ষ্মীপুর-২ আসনের এমপি ভোট স্থগিত
করোনা পরিস্থিতি উদ্বেগকজন হারে খারাপ হওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। একইসাথে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনও স্থগিত ঘোষণা করেন তিনি।

গত সোমবার জরুরী বৈঠকের পরে আজ ১ এপ্রিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে নির্বাচন কমিশনারদের ব্যক্তিগত মত ছিলো করোনা সংক্রমণ পরিস্থিতি যে অবস্থায় পৌঁছেছে তাতে ১১ এপ্রিলের ওই সব নির্বাচন করা উচিত হবে না। একইসাথে স্থানীয় সরকার বিভাগ থেকেও বলা হচ্ছে, নির্বাচন কমিশন এসব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিলে আমরা স্বাগত জানাবো।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে এরই মধ্যে বিনা ভোটে জয়ের সব রেকর্ড ভেঙে গেছে। ১৪৯ জন ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়ে গেছেন। এ ক্ষেত্রে গতবারের মতোই শীর্ষে রয়েছে বাগেরহাট। এ ধাপের ৩৭১টি ইউপির মধ্যে ৭৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের প্রার্থীরা একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে গেছেন। বাগেরহাট জেলাতেই ৪০টি ইউপিতে এ ঘটনা ঘটেছে।