বিজয় ডেস্নক: নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় রোববার (২৮ মার্চ) সারাদেশে হরতালের ডাক দিয়েছে হেফাজত ইসলাম। তবে তাদের ডাকে সাড়া না দিয়ে রাজধানীতে দেদারসে চলছে গণপরিবহন।

তবে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কম চলাচল করতে দেখা গেছে।

রোববার (২৮ মার্চ) রাজধানীর খিলগাঁও, বাসাবো, পল্টন, শাহবাগ, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, শুক্রাবাদ, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী ও মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে। তবে অন্যান্য দিনের তুলনায় প্রাইভেট গাড়ির সংখ্যা একটু কম ছিল।

এদিকে রাজধানীতে যেকোনো নাশকতা ঠেকাতে প্রতিটি মোড়ে মোড়ে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর টিম। এমনকি এখন পর্যন্ত কোনো এলাকায় হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।

গণপরিবহনের একজন যাত্রী বলেন, দেশে আজ হরতাল চলছে; মনেই হচ্ছে না। কারণ সকালে গাজীপুর থেকে কাওরান বাজারে অফিস আসি। প্রতিদিনের মত আজও সঠিক সময়ে অফিসে এসেছি। এমনকি গাড়ি পেতেও কোনো দুর্ভোগে পড়তে হয়নি।