গনমাধ্যম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর, টপ নিউজ, বিশেষ সংবাদ | তারিখঃ March 28th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 941 বার
নিজস্ব প্রতিবেদক :
গণমানুষের প্রতি”ছবি এই স্লোগানে আত্মপ্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘বিজয়ের আলো’। শুক্রবার (২৬ মার্চ) রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হলরুমে পত্রিকার শুভ উদ্বোধন মহরত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।
প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইরুল হক, লক্ষ্মীপুর সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) ইমরানুল হক মৃধা, চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, এক্স-ক্যাডেট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বুলু।
বিজয়ের আলো’ অনলাইনের সম্পাদক সাংবাদিক সোহেল মাহমুদ মিলনের সভাপতিত্বে সভায় আরো উপ¯ি’ত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মো. সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।
এসময় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জু ও অহিদ মিয়াসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
প্রধান অতিথি এম আলাউদ্দিন বলেন- চন্দ্রগঞ্জ থানা প্রতিষ্ঠা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, এলাকার সার্বিক উন্নয়নসহ ভবিষ্যতে উপজেলা বাস্তবায়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন- চন্দ্রগঞ্জে প্রশাসনিক এসব উন্নয়নে গণমাধ্যমের একটা ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও উপজেলা বাস্তবায়নে তিনি গণমাধ্যম এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ওসি একে ফজলুল হক চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকদের ভূয়সি প্রশংসা করে বলেন- এখানকার সাংবাদিকদের অন্যায় কোনো তদবীরবাজিতে থানার আঙ্গিনায় দেখা যায় না। সবাই যার যার পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এসময় তিনি বিজয়ের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার দৃঢ় আশা ব্যক্ত করেন।
Leave a Reply